Logo Logo

সুদের টাকা না পেয়ে কৃষকের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালান মসজিদের ইমাম


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি ঋণ সংক্রান্ত বিবাদে এক কৃষকের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদের খতিব ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে জামিরাকান্দা গ্রামের সোহেল মিয়ার পরিবারের বসতবাড়িতে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী রিতা বেগম জানান, তিনি পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের জামে মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে ১০% মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নেন। রিতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও কিছুদিন আগে আসল ঋণের ৫০ হাজার টাকা পরিশোধ করার পরও খতিব ১০ হাজার টাকা মাসিক সুদ দাবি করে আসছিলেন। রিতার কাছে এখনও ৮০ হাজার টাকা পাওনা রয়েছে বলে খতিবের দাবি।

টাকা জোগাড়ের জন্য ঢাকায় গিয়ে তাঁর স্বামী ও সন্তানের সঙ্গে থাকার সময় সুযোগ বুঝে ইমাম আমানউল্লাহ মুন্সি ও তার সহযোগীরা রিতার বসতবাড়িতে হামলা চালান। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর ও মেঝের ইট পর্যন্ত খুলে নেওয়া হয়েছে।

স্থানীয়দের সহায়তায় রিতা বেগম ৯৯৯-এ ফোন করে জরুরি সেবা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিতা বেগমের মানবেতর জীবনযাপন নিয়ে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম, মকবুল হোসনের দুই ছেলে বাবুল মিয়া ও নয়ন মিয়া এবং খাদিজা বেগম। বর্তমানে বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...