Logo Logo

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব ডিসেম্বরের শেষ সপ্তাহে


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় দেড় শতবর্ষে পদার্পণ করছে। বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও অবদানের স্মৃতিচারণে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিনদিনব্যাপী মহাসমারোহে পালিত হবে প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উৎসব।


বিজ্ঞাপন


শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)-এর সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের শিক্ষাক্ষেত্রে দীর্ঘ দেড় শতাব্দী ধরে অসামান্য অবদান রেখে চলেছে। এই বিদ্যাপীঠ থেকে দেশের রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অসংখ্য কৃতি ব্যক্তিত্ব বেরিয়ে এসেছেন।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, তিনদিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, তিনদিনব্যাপী এই মহোৎসবের প্রথম দিন (২৪ ডিসেম্বর) বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিন দিনই দিনব্যাপী চলবে সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, ম্যাগাজিন প্রকাশ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, গান, স্মৃতিচারণ সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আবেশের সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম ও মো. মুমিনুল হক; সাধারণ সম্পাদক জাহিদুল হক; অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম মিথিল; যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...