Logo Logo

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক


Splash Image

ছবি : সংগৃহীত।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।


বিজ্ঞাপন


রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এহসানুল হককে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. মোখলেস উর রহমান। গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয় এবং সেদিনই তিনি বিদায় নেন।

তার বিদায়ের পর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে পূর্ণ সচিবের পদটি শূন্য ছিল। ওই সময়ে অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...