Logo Logo

বাকৃবিতে কর্মচারীদের প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর শ্রেণীকক্ষে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী কর্মশালায় বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করছেন।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনুষ্ঠানে বলেন, “প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চাকরি জীবনে প্রত্যেক কর্মচারীর প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী—জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই এই চেতনা ধারণ করে জনগণের স্বার্থে ও দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “কর্মচারীদের শিষ্টাচার মেনে চলা ও বিনয়ী হওয়ার আহ্বান জানাই। যে যত বেশি বিনয়ী হবে, সে তত দূর এগোবে। বিনয়ী মানুষকে সবাই পছন্দ করে। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃসম প্রতিষ্ঠান। এর ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রত্যেক কর্মচারীকে চাকরিবিধি মেনে যথাযথভাবে অফিসের দায়িত্ব পালন করতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...