Logo Logo

৫ দফা দাবিতে গাজীপুরে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান


Splash Image

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান বাংলাদেশ জামায়াতে ইসলামীর।


বিজ্ঞাপন


রবিবার সকালে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান পূর্বে শিববাড়ি এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন আসনের জামায়াত সমর্থিত প্রার্থীরা গাজীপুর-৫ আসনের মো. খায়রুল হাসান, গাজীপুর-২ এর মো. হোসেন আলী, গাজীপুর-৪ এর মো. সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ এর শাহ আলম বকশী, এবং গাজীপুর-৬ আসনের প্রার্থী ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও জুলাই জাতীয় সনদ এখনো আইনি স্বীকৃতি পায়নি, যা জনগণের আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং আগামী নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...