Logo Logo

কাশিয়ানীতে বিষাক্ত সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা একটি সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ওড়াকান্দি, পারুলিয়া, মাহমুদপুর ও শাজাইল ইউনিয়নের সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। বক্তারা অভিযোগ করেন, ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া এলাকার সোনাডাঙ্গা সংলগ্ন নদীর পশ্চিম পাশে অবস্থিত ‘এম এস মেটাল ইন্ডাস্ট্রি’ নামের সীসা কারখানাটি দীর্ঘদিন ধরে বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য ছড়িয়ে স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, কারখানার ধোঁয়া ও বর্জ্যের কারণে এলাকায় শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, গাছপালা নষ্টসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিনিয়ত।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ কারখানা বন্ধের দাবি জানিয়ে সতর্ক করে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

পরে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...