Logo Logo

‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, বাড়িতে আগুন


Splash Image

গোমস্তাপুর থানা (ইনসেটে ভুক্তভোগী নারী)। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর গলায় জুতার মালা পরিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ঘরে ভাঙচুর চালানো ও আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং মামলার মাধ্যমে তদন্ত শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১১ অক্টোবর) রাতের দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে রোববার রাতের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ঘটনা জনসমক্ষে আসে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মাদক কারবারের অভিযোগ তুলে স্থানীয়রা তার বাড়িতে হামলা চালায়। এ সময় নারীর ঘর থেকে তাকে বের করে রাস্তায় এনে হেনস্তা করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, হুজরাপুর এলাকার ওই নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহব্যবসা ও মাদক কারবারসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক করলেও কার্যকলাপ থামেনি। ক্ষিপ্ত হয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি গভীর রাতে ওই বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, “অসামাজিক কাজের অভিযোগে ওই নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা নারীর গলায় জুতার মালা পরিয়ে তার চুল কেটে দেয়।”

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গোমস্তাপুর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...