Logo Logo

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী ও গাছের চারা বিতরণ


Splash Image

বাকেরগঞ্জে “‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে এ উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


১৩ অক্টোবর, সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী, সিপিআর ও রেসকিউ প্রদর্শনী, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় কুমার হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সিআইপিআরবি-এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোতাহার হোসেন, বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটি একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অর্থনীতি ও জনজীবনে ব্যাপক ক্ষতি ঘটে। এসব ক্ষতি থেকে রক্ষা পাওয়া এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিশ্বব্যাপী অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করে আসছে।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৮৯ সালের ১৩ অক্টোবর থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি উদযাপিত হচ্ছে এবং প্রতিবারই জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...