Logo Logo

বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে : প্রধান উপদেষ্টা


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিক্ষেত্রে অর্জিত সাফল্যের দিক তুলে ধরেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, “বাংলাদেশ ছোট ভূমির দেশ। আয়তনে ইতালির অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে এসেছে।”

লিখিত বক্তব্যে অধ্যাপক ইউনূস আরও জানান, ধান উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং আমরা বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং দেশে ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, কৃষি মেকানাইজেশনে সরকার ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়েছে। শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে উঠেছে, শিশুদের খর্বতা কমেছে, খাদ্যতালিকা আরও বৈচিত্র্যময় হয়েছে। এছাড়াও মাটি, পানি ও জীববৈচিত্র্য রক্ষা করে কৃষি খাতকে আরও সবুজ ও টেকসই করা হয়েছে।

ড. ইউনূস আনন্দ প্রকাশ করে জানান, তিনি ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)’ কর্তৃক ২০১৬ সালে গঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’-এর একজন সদস্য। এই সংস্থা এখন এফএও’র একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি ভবিষ্যতে আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...