Logo Logo

বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার


Splash Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আটজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকের পর উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান ও জিহাদ এবং ২০২১-২২ সেশনের আশরাফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে ক্ষুব্ধ পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে ভাঙচুর চালায়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে উত্তেজিত শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে স্লোগান দিতে থাকে।

পরে রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর রাতেই বিশ্ববিদ্যালয়ের জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সংঘর্ষে জড়িত আটজন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত আচরণ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করে। তাই এ ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...