Logo Logo

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ইসলামি ছাত্র শিবিরের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের


Splash Image

রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।


বিজ্ঞাপন


সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচি পালন করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিবিরের ব্যানারে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়। যদিও ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবুও বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তাদের ভাষায়, “বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকলেও প্রায় সব ছাত্র সংগঠনই কোনো না কোনোভাবে কর্মসূচি পালন করছে। সে হিসেবে শিবিরের কুরআন বিতরণ কর্মসূচিকে অন্যায় বলা যায় না।”

তবে শিক্ষার্থীদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে একটি সংগঠন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিজস্ব ব্যানারে কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পরিকল্পনা ও ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মোকাব্বেল শেখ ভোরের বাণীকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নিইনি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু শিক্ষার্থীদের জন্য আইন প্রযোজ্য, তাই শিক্ষার্থীরা যদি ইতিবাচকভাবে নেয়, তাহলে সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি; বরং সবাই আমাদের উদ্যোগকে ভালোভাবে গ্রহণ করেছে।”

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন, “আমি এখনো এ বিষয়ে অবগত নই। আগামীকাল বিষয়টি খতিয়ে দেখব।”

এর আগে গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শহীদ আব্দুল মালেক স্মরণে “প্রেরণার বাতিঘর” শীর্ষক বই পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করেছিল ববি শিবির।

একইভাবে, গত ২৯ জুলাই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে গণভোটের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখা। ওই দিনই কীর্তনখোলা কনফারেন্স হলে কর্মীসভা ও সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করে ছাত্রদল, ববি শাখা। পরে ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, ববি শাখা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত বছরের ১১ আগস্ট তৎকালীন প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...