Logo Logo

এনসিপির বিকল্প প্রতীকের জন্য ইসির শেষ সময়সীমা ১৯ অক্টোবর


Splash Image

ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না নিলে, কমিশন নিজস্ব সিদ্ধান্তে তাদের প্রতীক নির্ধারণ করবে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়ত নির্বাচন কমিশন স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি, শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।”

গণভোটের বিষয়েও সচিব জানান, এ সংক্রান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।

এর আগে নির্বাচন কমিশন এনসিপিকে চিঠি প্রেরণ করে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বাছাই করার সুযোগ দিয়েছিল। তবে এনসিপি পক্ষ জানিয়েছে, তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নিতে রাজি নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...