ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এখানেই থাকব। এই রাস্তা আমরা ব্লক করে রাখব। এরপর ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেবো এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।”
তিনি আরও জানান, “আজ সারাদিন গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন আমাদের বারবার অনুরোধ করছিল প্রোগ্রামটি বাতিল করতে। আমরা জানিয়েছি, আমরা এটি করব। তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারব না, কারণ পূর্ববর্তী শিক্ষা উপদেষ্টার সময় শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশে রাত্রিযাপন, লাঠিপেটা, জামা ছেঁড়া এবং পুলিশ বক্সে প্রহারের শিকার হয়েছেন। আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক। যদি বলা হয়, দাবি মেনে নেওয়া হয়েছে, তখন আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে শহীদ মিনারে অবস্থান করব।”
শিক্ষকদের প্রতিনিধির ভাষ্য, “অচল শিক্ষা উপদেষ্টা টুঁটি চেপে রেখেছেন, কোনো বক্তব্য দেননি। শহীদ মিনারে ও প্রেস ক্লাবে শিক্ষকদের পিটিয়ে ক্ষতি করা হয়েছে, তিনি কোনো বিবৃতি দেননি।”
এরই মধ্যে বিকেল সোয়া ৪টা থেকে মাজারগেটে পুলিশ ও এমপিওভুক্ত শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছেন।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। প্রথমে দুপুর ১২টায় কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা পরে পিছিয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...