Logo Logo

নাচোলে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫


Splash Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, “গত রোববার তরিকুল নামে আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে মঙ্গলবার আমিনুলের সমর্থকরা তুহিন ও খোকনের সমর্থকদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।”

সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। তারা জানিয়েছেন, এটি স্থানীয় বিরোধের জেরেই সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...