Logo Logo

গোবিপ্রবি’তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ অফিস কক্ষে ট্রফি উন্মোচন করেন।


বিজ্ঞাপন


উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর উপস্থিত সবাইকে উদ্ধৃত করে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চাইতে অংশগ্রহণ করাই বড়ো বিষয়। তবে খেলাকে কেন্দ্র করে নানা রকম বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। আশা করছি, শিক্ষার্থীরা সেটি মাথায় রেখে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট শেষ করবে। খেলাকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ ৩৩টি দলের খেলোয়াড় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর ২০২৫।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...