ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের এক নার্সের সঙ্গে কথা কাটাকাটির জেরে সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসক তাকে মারধর করেন। এ সময় তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। গুরুতর আহত কামরুল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সৈকত তাওহিদ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
কর্মবিরতির সময় নার্সরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত। আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করি। অথচ আমাদের সহকর্মীর সঙ্গে এমন আচরণ একেবারেই অপ্রত্যাশিত। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী নার্স বলেন, “এ ধরনের আক্রমণ আমাদের সবার জন্য হুমকি। নার্সদের নিরাপত্তা নিশ্চিত না করলে আমরা সেবা দিতে পারবো না। এর ফলে রোগীদের সেবার মানও প্রভাবিত হবে। প্রশাসন সতর্ক না হলে আমরা সমস্যার সম্মুখীন হবো।”
হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...