Logo Logo

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১,৬৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

উদ্বোধনী দিনে সূর্যমুখী, সরিষা, মসুর ও খেসারির বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা কৃষি কর্মকর্তা দোলনচন্দ্র রায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজকরা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে অধিক ফসল উৎপাদনে উৎসাহিত হবেন, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...