Logo Logo

গোপালগঞ্জে লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত


Splash Image

“সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্য জ্ঞানে”— এই মূল বাণীকে ধারণ করে গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

আয়োজনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন লালনের গান।

লালনের জীবনদর্শন, মানবতাবোধ ও দর্শনচিন্তা তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় এক ভাবগম্ভীর পরিবেশ। উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগে আপ্লুত হয়ে স্মরণ করেন মানবতার কবি মহাত্মা লালন সাঁইজিকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...