বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানের পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল-এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ মহিউদ্দিন, রিসোর্চ পারসন ও সময় টিভির সংবাদ পাঠক গোলাম রাব্বি, এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অনুষ্ঠানে বলেন, শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ মেলা অগ্রণী ভূমিকা পালন করবে। মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও প্রদর্শনী ঘুরে শিক্ষার নতুন দিগন্ত সম্পর্কে ধারণা লাভ করবেন।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...