Logo Logo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২৫ ইউনিট


Splash Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, এছাড়া ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও ১১টি ইউনিট রওনা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দলও।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম। তিনি জানান, “বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে, আরও ১১ ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”

আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, অগ্নিনির্বাপণে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীও।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় লেগেছে, যাত্রী টার্মিনালে এর কোনো প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, “বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...