Logo Logo

গোপালগঞ্জে বিএনপি নেতা লেলিনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সংবাদ সম্মেলন


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে কিডনি রোগে আক্রান্ত এক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাড়ি দখলের হুমকি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী।


বিজ্ঞাপন


শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক মাহাবুব মুন্সী অভিযোগ করেন, বিএনপি নেতা লেলিন বেশ কিছুদিন ধরে তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছেন এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি লেলিন ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক মাহাবুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা অভিযুক্ত সিকদার শহিদুল ইসলাম লেলিনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ন্যায়বিচারের আবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রী লিরা আক্তারের আপন বোন ডা. সোনিয়া আক্তার মুনমুন, ডা. তানিয়া আক্তার ও সহকারী শিক্ষক এসমোতারা ডলি। তারা জানান, লেলিন ও তার সহযোগীদের হামলায় তারা আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনার পর তারা গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জীবনের নিরাপত্তা ও আইনি সহায়তা পেতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন।

উল্লেখ্য, প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ২০২৩ সালে ভারতের ফর্টিস হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, এই অভিযোগের পরপরই অভিযুক্ত বিএনপি নেতা লেলিনের পক্ষ নিয়ে প্রধান শিক্ষক মাহাবুব মুন্সীর স্ত্রী লিরা আক্তার পৃথক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনাকে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

এ ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে গোপালগঞ্জে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় মহলে বিষয়টি এখন ‘টক অব দ্য সিটি’।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...