Logo Logo

টানা ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ থেকে আমরণ অনশন


Splash Image

ছবি : সংগৃহীত।

সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতাকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ উল্লেখ করে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করছেন।


বিজ্ঞাপন


দাবি আদায়ে টানা ৯ দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন এসব শিক্ষক-কর্মচারী। তাদের আন্দোলনের মধ্যে গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে।

কিন্তু সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আজ থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, সেখানে শতাধিক শিক্ষক অবস্থান করছেন—কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আবার নিজেদের মধ্যে পরামর্শ করছেন।

শিক্ষক শামুসুল রহমান মিঞা বলেন, “আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো। গতকাল সরকার যে ঘোষণা দিয়েছে, তা আমাদের জন্য অপমানজনক। আমরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। আমাদের এই কর্মসূচি চলবে দাবিপূরণ না হওয়া পর্যন্ত।”

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন শিক্ষক-কর্মচারীরা। পরে বিকেল পৌনে ৫টার দিকে তারা শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...