বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।
প্রধান অতিথি সুলতানা আক্তার তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত পরিসংখ্যান টেকসই উন্নয়নের ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে পরিসংখ্যানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য।”
আলোচনা সভা শেষে রঙিন বেলুন ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...