বিজ্ঞাপন
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘জুবায়েদ মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই,’ ’আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই,’ ’উই ওয়ান্ট জাস্টিস’, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।
মিছিল পরবর্তীতে সাংবাদিকদের শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। যদিও জুবায়েদের ছাত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি একজন লাল শার্ট পড়া ও একজন ব্ল্যাক শার্ট পড়া ব্যক্তি। যাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি। অতিদ্রুত তাদের গ্রেফতার করতে হবে।'
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...