Logo Logo

অনশনে অসুস্থ হয়ে পড়েছেন এমপিভুক্ত ৪ শিক্ষক


Splash Image

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।


বিজ্ঞাপন


সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা অনশন শুরু করেন। দুপুর নাগাদ তীব্র গরমে অন্তত চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ জানান, সকাল থেকে শিক্ষকরা অনশন শুরু করেন। দুপুরের দিকে গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এ সময় জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিসহ আরও কয়েকজন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েন।

এদিকে সম্প্রতি সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।”

সকাল ১০টায় শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে দুপুরের মধ্যে শহীদ মিনার এলাকায় শত শত শিক্ষক-কর্মচারীর উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে আন্দোলনে যোগ দেন।

শিক্ষকরা জানান, সরকারের অন্তর্বর্তী ৫ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা তারা প্রত্যাখ্যান করেছেন। তারা তাদের তিন দফা দাবি—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ—বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছেন।

শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের বিষয়ে অধ্যক্ষ আজীজি বলেন, “শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।”

গত আট দিন ধরে সারা দেশের প্রায় ৩০ হাজার বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...