Logo Logo

রাজবাড়ীতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ অক্টোবর) রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম গত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। এছাড়াও পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষনিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি সকল অফিসার ও ফোর্সকে সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম আচরণ বিষয়ে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।

কল্যাণ সভা শেষে বেলা বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট/সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার আগস্ট/সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

পুলিশ সুপার জোর দিয়ে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর গুরুত্ব দিতে হবে এবং আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করতে হবে।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...