বিজ্ঞাপন
এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মাদারীপুরের শিবচরে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীগণ একটি প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তারা বর্তমান শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান এবং কর্তৃপক্ষের কাছে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তাগণ বলেন, “আমাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান (ন্যূনতম ৩,০০০ টাকা) করতে হবে। চিকিৎসা ভাতা (মেডিকেল অ্যালাউন্স) প্রতি মাসে ১,৫০০ টাকা দিতে হবে। উৎসব ভাতা কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ করতে হবে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন, যা বর্তমান বাজারমূল্যের তুলনায় নগণ্য।”
এ সময় বক্তাগণ আরও জানান, বর্তমানে তারা কর্মবিরতিতে রয়েছেন। তবে প্রয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্ণ শাটডাউনে যাওয়ারও হুমকি দিয়েছেন।
শিক্ষক-কর্মচারীরা প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দাবী মেনে নিয়ে দ্রুত তাদের বিদ্যালয়ে পাঠানো হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...