বিজ্ঞাপন
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে মূল চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হঠাৎ করে প্রভাবশালী একটি মহল জায়গাটি নিজেদের দাবি করে দেয়াল তুলে দেয়। এতে এলাকার বৃদ্ধ, নারী ও শিশুরা মারাত্মকভাবে চলাচল সংকটে পড়েছেন।
রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, স্কুলগামী শিশু ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ (৫৫) অভিযোগ করে বলেন, “প্রতিবেশী মোসাঃ কাজল আক্তার তিশা ও তাঁর সহযোগীরা প্রায় পাঁচ ফুট প্রস্থের চলাচলের রাস্তা দখল করে দেয়াল তুলে দিয়েছেন। এতে আমার পরিবারসহ আশপাশের আরও কয়েকটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “অভিযুক্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। প্রায় ১৫ দিন আগে তারা রাস্তার উপর প্রাচীর তুলে দেয়, ফলে এলাকার অন্যান্য পরিবারের চলাচলও ব্যাহত হচ্ছে।”
এ ঘটনায় মো. হারুন অর রশিদ বাসন থানায় লিখিত অভিযোগ দাখিল করে নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষ বা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতার কারণেই এমন দুঃসাহস দেখাতে পারছে প্রভাবশালী মহলটি। তারা দ্রুত দেয়াল অপসারণ করে রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...