Logo Logo

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করেছে, বাকি প্রায় সবই পুনর্বিবেচনাধীন


Splash Image

ছবি : সংগৃহীত।

শেখ হাসিনা সরকারের পর ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করা হয়েছে। এছাড়া আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিসহ অন্যান্য প্রকল্পের বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে।


বিজ্ঞাপন


আজ (মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে মাত্র একটি চুক্তি বাতিল করেছে। সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি। এটি বাংলাদেশে খুব বেশি লাভজনক নয় বলে বাতিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা প্রচার হচ্ছে, তার অনেকগুলো বাস্তবে নেই। সম্প্রতি একজন উপদেষ্টা ফেসবুকে যে তালিকা প্রকাশ করেছেন, সেটি সঠিক নয়। “এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি আছে অনেক পুরোনো। আর কয়েকটি চুক্তি পর্যালোচনার মধ্যে আছে, কিন্তু সেগুলো ওই নামে নেই,” বলেন তিনি।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বা অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প বাস্তবে নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর প্রকল্পও নেই; প্রকৃতপক্ষে এটি আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেনে উন্নীত করার একটি প্যাকেজ, যার একটি অংশ বাতিল হয়েছে। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প এবং কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প নামে প্রকৃত চুক্তি নেই; যেটা আছে তা একটি সমঝোতা স্মারক, যা বাতিল হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “বন্দর ব্যবহারের সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নেই, যা আছে তা মঙ্গলা বন্দরের ব্যবহার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, যা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত কোনও আর্থিক সহযোগিতা প্রস্তাব নেই। সিলেট-শিলচর সংযোগ প্রকল্পও নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি হয়নি।”

তৌহিদ হোসেন জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের চুক্তি বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে। আদানির বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে, নবায়নের জন্য আলোচনা চলমান। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, তবে অগ্রগতি খুব বেশি নেই।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেখানে দাবি করা হয়, ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে, বাকিগুলোও বিবেচনাধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...