Logo Logo

বগুড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু, লাশ রেখে স্বামীসহ পরিবার উধাও


Splash Image

বগুড়ার শেরপুরে মুক্তা খাতুন (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সকল সদস্য উধাও হওয়ার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত মুক্তা লাঙ্গলমোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে এবং ইয়াসিন আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু মুক্তা সন্ধ্যায় বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তার ভাই মাসুদ জানান, “প্রতিবেশীরা রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে আমাকে জানায় আমার বোন মুক্তা গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আমি তখন মুক্তার স্বামী ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে প্রতিবেশীরা বলেন, তারা সবাই লাশ রেখে বাড়ি থেকে পালিয়ে গেছেন।”

ঘটনা সম্পর্কে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, “রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...