Logo Logo

রাজাপুরে সাবেক এক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন


Splash Image

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় জনপ্রতিনিধি। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু ও মোসাঃ নূরজাহান। তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি পক্ষ নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...