আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, “আজকের বৈঠকে শ্রম আইন (অ্যামেন্ডমেন্ট) ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এসব আইন বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামো ও আইনি প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার জবাবদিহিতা বাড়বে।
সভায় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...