Logo Logo

অতীতের ভোট স্মরণ করে মনোহরদীতে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান বকুলের


Splash Image

নরসিংদীর মনোহরদীতে এক মহিলা সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন দলটির জেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকালে খিদিরপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেবেন বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বকুল রামপুর এলাকার স্মৃতিচারণ করে বলেন, "রামপুর এলাকার ভোট কেন্দ্রগুলো থেকে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা মিলে পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছিলেন। আমি আপনাদেরকে কখনো ভুলবো না।"

খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আপন ভূঁইয়ার সঞ্চালনায় এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ভিপি গোলাম মোস্তাফা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...