Logo Logo

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার


Splash Image

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং পুলিশের জন্য বডি ক্যামেরা প্রবর্তনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


হস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকেই নির্বাচনী পর্যবেক্ষণে এসব আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত কথা হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম অন্য এক প্রসঙ্গে জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের একটি নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, কনস্যুলেটটি চালু হওয়ার দিন থেকেই যেন সম্পূর্ণ অনলাইন সার্ভিস প্রদান করতে পারে, সেই সক্ষমতা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...