বিজ্ঞাপন
গত ২৩শে অক্টোবর ২০২৫ তারিখ ১০.০০ হতে ০৬.০০ ঘটিকা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মগপাড়া প্রাইমারি স্কুলে মেডিক্যাল অফিসার মেজর
মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি কর্তৃক সর্বমোট ২০০ জন (পুরুষ-৬১ জন এবং মহিলা-৮৫জন, শিশু-৫৪জন) অসহায় ও গরীব দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ সামগ্রী সরবরাহ করা হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও মেজর ইশতিয়াক আহমেদ, উপ অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উপস্থিত ছিলেন।
সীমান্তে অর্পিত দায়িত্ব এর পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি এর উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবি'র এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া বিজিবি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উখিয়া ব্যাটেলিয়ান ৬৪ বিজিবি সীমান্তবর্তী জনপদের "আস্থার প্রতীক" হিসেবে দৃষ্টান্ত স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ।
অধিনায়ক উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিনিধি-মোহাম্মদ শাহজাহান
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...