Logo Logo

পাথরঘাটায় তারকাঁটার বেড়া কেটে প্রবাসীর জমি দখলের চেষ্টা


Splash Image

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় তোফাজ্জল হোসেন ওরফে মোজাম্মেলের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


শনিবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন প্রবাসী ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, তিন বছর আগে তার ছেলে প্রবাসী ইব্রাহিম ও পুত্রবধূর নামে স্থানীয় কুদ্দুস শিয়ালির কাছ থেকে ৬ কাঠা জমি ক্রয় করেন। পরে জমির চারপাশে তারকাঁটার বেড়া দিয়ে ঘর নির্মাণ ও মাছের ঘের তৈরি করা হয়। কিন্তু সম্প্রতি প্রতিবেশী তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী রাতে ওই বেড়া কেটে ফেলে জমি দখলের চেষ্টা চালান।

তিনি আরও অভিযোগ করেন, বেড়া কাটার পর থেকে তোফাজ্জল তার ছেলেকে নানা হুমকি দিচ্ছেন এবং এর আগেও মিথ্যা মামলায় হয়রানি করেছেন। এছাড়া তোফাজ্জলের জমিতে রোপণ করা বড় গাছ প্রবাসী ইব্রাহিমের জমির দিকে হেলে পড়েছে, যার ডালপালা ভেঙে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গাছ কাটার অনুরোধ করলেও অভিযুক্ত ব্যক্তি উল্টো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তার।

গ্রাম্য পুলিশ রাজু চৌকিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নুরুল ইসলাম জানিয়েছেন, তার জমির তারকাঁটার বেড়া কেটে ফেলা হয়েছে। এছাড়া তোফাজ্জলের জমির গাছের বড় বড় ডাল তাদের জমিতে ঝুলে আছে, যার কারণে তারা জমিতে গাছ লাগাতে বা চাষাবাদ করতে পারছেন না।”

তবে অভিযুক্ত তোফাজ্জল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “কাঁটাতারের বেড়া ভাঙার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের দিন আমি ঢাকায় ছিলাম। তাছাড়া ওই জমি নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...