বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শতাধিক জেলে ও ভুক্তভোগী পরিবার অংশ নেয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মো. ছগীর মীর। এ সময় বক্তব্য রাখেন রহমান তালুকদার, খালেক মীর, বিল্লাল হোসেন খান, মোস্তফা খলিফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করে বলেন, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শহীদুল হকের চাঁদাবাজির কারণে নিশানবাড়িয়া এলাকার জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
তারা বলেন, “বিএনপি দলের কেউ চাঁদাবাজি করবে—এমন বিষয় আমরা মেনে নিতে পারি না।”
এসময় বক্তারা দলের কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানান, ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে যদি চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়, তাহলে শহীদুল হককে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এলাকাবাসীর দাবি, গত ২৩ অক্টোবর শহীদুল হক মেম্বার দলবল নিয়ে নিশানবাড়িয়া এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে যান। ওই সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। পরে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শহীদুল হক মেম্বার বলেন, “এর আগে ওই এলাকায় আওয়ামী লীগের একটি সিন্ডিকেট ছিল। আমি সেটা ভেঙে দিয়েছি। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা বলেন, তারা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...