Logo Logo

শেখ হাসিনা প্রতিবাদকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন : প্রেস সচিব


Splash Image

ছবি : সংগৃহীত।

কোনো বিষয়ে প্রতিবাদ করাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


বিজ্ঞাপন


শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “১৯৭৫ সালের যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।”

তিনি আরও বলেন, “একটা দেশের জন্য, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি। ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটি ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমন-পীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল।”

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “একটি ন্যারেটিভ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...