Logo Logo

বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপিত


Splash Image

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব–২০২৫। দিনব্যাপী এই উৎসবের প্রাণকেন্দ্র ছিল স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় ও এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ, যা তরুণ প্রজন্মের যুক্তি, মেধা ও চিন্তার স্রোতে মুখরিত ছিল।


বিজ্ঞাপন


তারুণ্যের এই উৎসব উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৩২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে বিভক্ত ছিল। ক-গ্রুপের বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি টেকসই উন্নয়নের একমাত্র অন্তরায়” এবং খ-গ্রুপের বিষয় ছিল “পাঠাভ্যাসের অভাবই শিক্ষার্থীদের সৃজনশীলতা হ্রাসের মূল কারণ”।

দিনভর চলে যুক্তি–তর্ক ও প্রশ্ন–প্রত্যুত্তরের প্রাণবন্ত পরিবেশ, যা পুরো প্রাঙ্গণটিকে একটি বুদ্ধিবৃত্তিক উৎসবে পরিণত করে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণাদায়ী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

বিচারকমণ্ডলী যুক্তির গভীরতা ও উপস্থাপনার ভিত্তিতে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের নির্ধারণ করেন। অতিথিরা তরুণদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাশক্তির ভূয়সী প্রশংসা করেন। তারুণ্যের দীপ্ত আলোয় ঝলমল গোপালগঞ্জে দিনটি পরিণত হয় মেধা, মনন ও স্বপ্নের রঙে রাঙানো এক অনন্য দিনে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...