বিজ্ঞাপন
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, বাজারের সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে গ্রেপ্তার মাহবুবুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান অভিযোগ করেন, তাঁর ভাই অরুয়াইল বাজারের একজন সাধারণ মোবাইল ব্যবসায়ী। গ্রামের প্রতিবেশী কাশেম ও সেলিমের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে কাশেম ও সেলিমের আত্মীয়, ব্রাহ্মণবাড়িয়া আদালতের কর্মচারী কাউসারকে ব্যবহার করে তাঁর ভাইকে ভুয়া প্যাডে 'ছাত্রলীগ নেতা' বানানো হয়। এরপর ২০২১ সালে সরাইল কুট্টাপাড়া মোড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলনের সময় নিহত হাফেজ আল আমিন হত্যা মামলায় মাহবুবকে আসামি দেখানো হয়।
তিনি আরও জানান, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পাকশিমুল গ্রাম থেকে সরাইল থানা পুলিশ মাহবুবকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত শত্রুতার জেরে মাহবুবকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তাঁরা বলেন, মাহবুব দীর্ঘদিন ধরে অরুয়াইল বাজারে ব্যবসা করছেন এবং এলাকার সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন।
অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ বলেন, মাহবুবের পরিবার বিএনপি সমর্থক হলেও সরাসরি রাজনীতিতে সক্রিয় নয়। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
অরুয়াইল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমাইল মিয়া ও সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ ভূঁইয়া বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে। তাঁরা মাহবুবুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
অরুয়াইল বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মো. শফিক বলেন, মাহবুব বা তাঁর পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়। ব্যক্তিগত শত্রুতার জেরে ভুল তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্যবসায়ী মাহবুবুর রহমানের নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মামলার বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে। তদন্তাধীন অবস্থায় কে জড়িত, কে জড়িত না, এ ধরনের কথা বলা শোভা পায় না।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...