বিজ্ঞাপন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোকিত হবে, ইহকাল ও পরকাল উভয়েই সফলতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন, কারণ হারাম পথে অর্জিত ধনসম্পদে বর্ধিত শরীর কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।
ড. খালিদ হোসেন বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শই মানবতার সর্বোত্তম দিকনির্দেশনা। আমরা যদি তাঁর আদর্শকে অনুসরণ করি, তবে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন করতে পারব।”
তিনি সতর্ক করে বলেন, “পাপ মানুষকে ধ্বংস করে দেয়। পাপ করলে অবশ্যই তওবা করতে হবে এবং সৎ জীবনে ফিরে আসতে হবে।” তিনি সবাইকে সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করার আহ্বান জানান।
হালাল উপার্জনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “হারাম পথে উপার্জিত সম্পদ দিয়ে কেউ নামাজ, রোজা, হজ বা জাকাত করলেও তা কবুল হবে না।” তিনি আরও বলেন, “মানুষ হয়তো দুদকের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না।”
সভায় সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লুৎফুল কবির সাদী, কমিটির সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...