Logo Logo

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকার ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত


Splash Image

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বেসিক ব্যাংকের এক কর্মকর্তা (৪৫) নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


আজ সোমবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম মিরাজ মিয়া। তার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামে। তিনি মৃত জব্বার মিয়ার ছেলে। মিরাজ মিয়া বেসিক ব্যাংক, নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তিনি গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝেই মোটরসাইকেলে করে নরসিংদীতে তার কর্মস্থলে যাতায়াত করতেন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা এই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার ভোরে মিরাজ মিয়া (মোটরসাইকেল নম্বর: ঢাকা মেট্রো ল ২৫-৮১৪৫) গ্রামের বাড়ি থেকে তার কর্মস্থল নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। গোপালগঞ্জের ডুমদিয়া নামক স্থানে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড ১৪-২১২১) পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মিরাজ মিয়া নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে ওই কর্মকর্তা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...