বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। জনগণ আর মাস্তানি বা হেডমগিরির রাজনীতি মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। ইতিমধ্যে আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।”
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা ভেবেছিলাম ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে প্রতারণা করছেন। ক্ষমতায় আসার পরও কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মূল ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে।”
রাশেদ খাঁন আরও জোর দিয়ে বলেন, “আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দিতে হবে। তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে। এছাড়া, ডামি এমপিদের ভোটে সুযোগ দেওয়া হবে না। কোনো ডামি এমপি যদি টাকা নিয়ে ভোট চাইতে আসে, মা-বোনেরা তাদের ঝাঁটা-পেটা করবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...