Logo Logo

সংস্কারের অভাবে ভগ্নপ্রায় নিলক্ষিয়া বাজারের অবকাঠামো, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা


Splash Image

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র নিলক্ষিয়া বাজার দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পতিত।


বিজ্ঞাপন


বহু বছর আগে সরকারি উদ্যোগে বাজারে পাকা ঘর ও ছাউনিসহ বাজার শেড নির্মাণ করা হয়েছিল। লক্ষ্য ছিল—বৃষ্টি-রোদ থেকে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষা দেওয়া এবং বাজার ব্যবস্থাপনাকে আরও উন্নত করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবকাঠামো আজ ব্যবহারযোগ্য অবস্থার বাইরে চলে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছাউনির খোড়ল, ভাঙা টিন ও নষ্ট কাঠের কারণে বাজারে একটু বাতাস বা বৃষ্টি হলেই পানি ঝরে পড়ে। দিনের বেলায়ও সূর্যের তীব্র আলো সরাসরি ভিতরে পড়ায় দোকানি ও ক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে নিজেরা মাথার উপর ত্রিপল বা পলিথিন টাঙিয়ে বাজার করছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “অনেক বছর আগে সরকার বাজারে ঘর করে দিয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন এই অবস্থায় পড়েছি। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে বসতে হয়।”

বাজারের চালা ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই আতঙ্কিত। কেউ কেউ বলেন, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়রা দাবি তুলেছেন—অতি দ্রুত বাজারটিতে সংস্কার, নতুন টিন, সাপোর্ট পিলার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থাসহ পুনর্নির্মাণ করা হোক। এছাড়া বাজার পরিচালনায় একটি সক্রিয় কমিটি গঠন ও নিয়মিত তদারকি প্রয়োজন।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিলক্ষিয়া বাজার শুধুমাত্র স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও ক্রেতাদের নির্ভরযোগ্য কেন্দ্রই নয়, এটি পুরো এলাকার অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র। তাই সংশ্লিষ্ট প্রশাসনের জন্য জরুরি উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

প্রতিবেদক- মোঃ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ, জামালপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...