Logo Logo

জকসু নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার অপসারণ নির্দেশ


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঝুলানো ব্যানার সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণ কর্তৃক বিভিন্ন স্থানে ঝুলানো/সাঁটানো ব্যানার, পোষ্টার, ফেস্টুন অদ্য ১৪ নভেম্বর তারিখ সকাল ১০.০০ টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...