বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই বহিষ্কার কার্যকর করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃতদের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন—সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।
অন্যদিকে সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন—উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম এবং উপ-পরিচালক (পউও) তুহিন মাহমুদ।
রেজিস্ট্রারের স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ২(চ) ধারার ৪-এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দায়িত্বে অবহেলা ও দীর্ঘ অনুপস্থিতি প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...