Logo Logo

নানা আয়োজনে নবীনদের বরণ করলো ইবির চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণ ফাউন্ডেশন


Splash Image

নড়াইল জেলা হতে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ নবীনবরণ অনুষ্ঠান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবীনদের অনুভূতি প্রকাশ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক রেহনুমা তানজিম। এছাড়া এসময় চিত্রা-নড়াইল জেলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি আরিফ আরমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। তাই সিনিয়রদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজে মনোযোগ দিতে হবে। এখানেই নিজেকে গড়ে তোলার সুযোগ।”

অধ্যাপক ড. আবু সিনা বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান উৎপাদনের কেন্দ্র। একাডেমিক রেজাল্টের পাশাপাশি ইংরেজি ও আইটি দক্ষতা বাড়াতে হবে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।”

উল্লেখ্য, চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভর্তি সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম ও জরুরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...