Logo Logo

তেঁতুলিয়ায় চেয়ারম্যান আশরাফুলের আয়োজনে বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টায় শালবাহান ইউনিয়ন পরিষদ পরিবারের উদ্যোগে জানাজার নামাজ শেষে মরদেহ ইউনিয়নের এ্যাকুয়া ডাক বদলি কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন উপজেলা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা, শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী। জানাজার ইমামতি করেন মো. নুরুজ্জামান।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ৪নং শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ (নারায়ণগঞ্জ) এলাকায় জাতীয় মহাসড়কের ওপর গুরুতর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারাত্মক জখমপ্রাপ্ত হন।

সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিজস্ব অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরিচয় নিশ্চিত না হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয় এবং পরে ইসলামী রীতিতে তার দাফন সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...