Logo Logo

নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ : পঞ্চগড়ের নবনিযুক্ত জেলা প্রশাসক


Splash Image

পঞ্চগড়ের নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


তিনি দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “দূর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। আপনারা আমার সাবেক সহকর্মী হিসেবে পাশে থাকবেন। আপনারা আমাকে পরামর্শ দেবেন এবং সহযোগিতা করবেন।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১০ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “দূর্নীতি মুক্ত জেলা প্রশাসন চাই। তথ্য যত উন্মুক্ত হবে, দূর্নীতি তত কম হবে। সাংবাদিকদের সুবিধার জন্য আমি একটি মিডিয়া সেল গঠন করব, যাতে আপনারা কোন হয়রানি ছাড়াই সহজে তথ্য পেতে পারেন। পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকদের জন্য আর্থিকভাবে কিছু করার চেষ্টা করব। কারণ সাংবাদিকদেরকে তাদের কর্তৃপক্ষ সাধারণত কোন সুযোগ-সুবিধা দেয় না।”

পঞ্চগড়কে একটি ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, “এই লক্ষ্য অর্জনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, আপনারা আমার পাশে থাকবেন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক।

সভায় সংবাদকর্মীরা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক ও জেলার সড়কগুলোতে বালুর স্তূপ, ট্রাক টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর ট্রাকের জঞ্জাল, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মসহ নানান সমস্যা উপস্থাপন করেন। জেলা প্রশাসক এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...