Logo Logo

বেরোবিতে সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন এর তারিখ ঘোষণা


Splash Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ প্রথম সমাবর্তন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের প্রথম নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাবর্তন ও নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করেছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


বুধবার (১৯ নভেম্বর ২০২৫) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপাচার্য এক প্রেস ব্রিফিংয়ে জানান, পূর্ব নির্ধারিত শীতকালীন অবকাশে পরিবর্তন আনা হয়েছে। ফলে ডিসেম্বর মাসে ক্লাস, পরীক্ষা ও সব একাডেমিক কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শীতকালীন ছুটি থাকবে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গণের স্বনামধন্য একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে।

ব্রাকসু নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...